September 27, 2023, 11:04 am

অটোপাস শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে : জিএম কাদের

আজিজুর রহমান
  • প্রকাশের সময়ঃ Sunday, June 20, 2021
  • 401 বার
স্কুল

অটোপাস আর অটো প্রমোশন শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জ্ঞান অর্জনের ধারায় কোনো শর্টকাট পদ্ধতি নেই। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে। অটোপাস আর অটো প্রমোশন শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এক বছর আগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন হাটবাজার, অফিস-আদালত, ব্যাংক-বীমা সবই খুলে দেওয়া হয়েছে। সবই স্বাভাবিকভাবে চলছে। কিন্তু করোনার দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘অনলাইন শিক্ষাব্যবস্থায় পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ্য করা যায়। তবে সেগুলোর সংখ্যা অত্যন্ত নগণ্য। সেসব সুবিধা শুধু উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অনলাইনে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না।’

টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা জ্ঞানচর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এতে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে আগামী প্রজন্ম। গণমাধ্যমের খবর অনুযায়ী করোনাকালে গত ১৫ মাসে ১৫১ শিক্ষার্থী মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র-শিক্ষকদের করোনার টিকা দিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’

শেয়ার করুনঃ

এই বিভাগের আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 Shiksha Pratidin | All rights reserved.
Developed By BlueX Limited